ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার অন্যতম প্রসিদ্ধ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই নিজেই হ্যাকিংয়ের শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বড় বড় সাইবার আক্রমণ শনাক্ত ও প্রতিরোধে কাজ করে থাকে। মঙ্গলবার ফায়ারআইয়ের পক্ষ থেকে বলা হয়, তাদের প্রতিরক্ষাব্যবস্থা কোন সরকারী প্রতিষ্ঠান জটিল আক্রমণের মাধ্যমে ভেঙেছে। খবর রয়টার্সের।
হ্যাকাররা রেড টুল নামের বিশেষ প্রোগ্রাম চুরি করেছে, যা মূলত কম্পিউটার সিস্টেমে সাইবার আক্রমণের বিষয়টি পরীক্ষা করার কাজে ব্যবহার করা হতো। এ খবর প্রকাশের পর কেম্পানিটির শেয়ার ৮ শতাংশ হ্রাস পেয়েছে।
এ আক্রমণ কারা চালিয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে আক্রমণের কৌশল ও লক্ষ্য দেখে ফায়ারআই কর্তৃপক্ষ ধারণা করছে, এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট আক্রমণ। যে রাষ্ট্র থেকে আক্রমণ চালানো হয়েছে, তাদের শীর্ষ স্তরের আক্রমণ ক্ষমতা রয়েছে।
ফায়ারআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মানদিয়া এক ব্লগ পোস্টে বলেছেন, ‘আক্রমণকারীরা তাদের বিশ্বমানের সক্ষমতা নিয়ে ফায়ারআইকে লক্ষ্যবস্তু বানিয়ে আক্রমণ চালিয়েছে। এ কাজে তারা বিভিন্ন ধরনের কৌশলের সমন্বয়ে নতুন পদ্ধতি ব্যবহার করেছে, যা অতীতে আমরা বা আমাদের সহযোগীরা কেউ দেখিনি।’
ফায়ারআই কর্তৃপক্ষ বলছে, তারা এই আক্রমণের বিষয়টি তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা ও মাইক্রোসফটের মতো অন্য সহযোগীদের সঙ্গে কাজ করছে।