ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য আগামীতে নিরাপত্তা আরো বাড়াবে ফেসবুক। ব্যবহারকারীরা যাতে মোবাইল অ্যাপে নিজেদের পরিচয় ‘বাহ্যিক চাবি’র মাধ্যমে প্রমাণ করতে পারেন, সে সুযোগ করে দেবে ফেসবুক। নতুন বছরের শুরু থেকেই ব্যবহারকারীদের জন্য এ সুবিধা আনবে ফেসবুক। এ তথ্য দিয়েছেন ফেসবুকের নিরাপত্তা পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সিওএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী বছর থেকে ‘প্রটেক্ট সিকিউরিটি’ প্রোগ্রামটিকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। সুবিধাটি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের তারকারা ব্যবহার করতে পারবেন।
ফেসবুক প্রটেক্টের অধীনে রয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং–প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। এত দিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।