ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের লক্ষ্যবস্তু এবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
মাইক্রোসফট বলছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন উভয়ের নির্বাচনী প্রচার শিবিরকে লক্ষ্যবস্তু করেছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ব্যাপারে আগেই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। বাইডেনের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে রুশ হ্যাকাররা।
মাইক্রোসফটের ভাষ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও গোষ্ঠীর ওপর গোপনে নজরদারির চেষ্টায় আছে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক প্রচার শিবির রুশ হ্যাকিংয়ের শিকার হয়েছিল। সেই একই রুশ হ্যাকাররা এবারও হ্যাকিং প্রচেষ্টায় জড়িত বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট বলেছে, এটা স্পষ্ট যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিদেশি গোষ্ঠী তাদের তৎপরতা জোরদার করেছে। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন উভয়ের প্রচার শিবির সাইবার হামলাকারীদের নিশানায় রয়েছে।
মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্রন্টিয়াম নামের গোষ্ঠীর রুশ হ্যাকাররা দুই শতাধিক সংগঠনকে লক্ষ্যবস্তু করেছে। এই সংগঠনগুলোর কিছু আবার যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত।
একই সাইবার হামলাকারীরা যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে জানিয়েছে মাইক্রোসফট।
স্ট্রন্টিয়াম নামে গোষ্ঠীটি ফেন্সি বিয়ার নামেও পরিচিত। তারা রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সাইবার হামলাকারী ইউনিট বলে অভিযোগ রয়েছে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সেই অভিযোগ নিয়ে তদন্ত হয়। তদন্তে রুশ হস্তক্ষেপের বিষয়ে নানা তথ্য বেরিয়ে আসে।