ধূমকেতু নিউজ ডেস্ক : মাত্র চল্লিশ দিনের সহজ আমলে মহান আল্লাহ বান্দাকে দুটি পুরস্কার দান করেন। রাসুল (সা.) হাদিসে পাকে গুরুত্বপূর্ণ এ দুটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ৪০ দিনের আমল ও পুরস্কারের কথা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়-
হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রথম তাকবিরের সঙ্গে (ধারাবাহিকভাবে) ৪০ দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দান করবেন। তাহলো-
১. জাহান্নাম থেকে মুক্তি দেবেন।
২. মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেবেন। (তিরমিজি)
পুরস্কার লাভে শর্ত
জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিকের তালিকা থেকে বেঁচে থাকতে ইমামের সঙ্গে প্রথম তাকবিরে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আর তাতেই মিলবে হাদিসে উল্লেখিত দুটি পুরস্কার।
আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিয়মিত তাকবিরে উলা তথা প্রথম তাকবীরের সঙ্গে জামাতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত পুরস্কার লাভের তাওফিক দান করুন।