হোছাইন আহমাদ আযমী : অন্যান্য মাসের চেয়ে এ মাসের ইবাদতে প্রতিদানের পরিমাণ অপরিমিত হওয়ায় আল্লাহর বান্দারা সব ধরণের ব্যাস্ততাকে ত্যাগ করে ইবাদতে মনোনিবেশ করে থাকে। মৌসুমে ফসল ঘরে না তুলতে পারলে হাহুতাশ ছাড়া কিছুই করার থাকে না। বুদ্ধিমানরা এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিজেদের আখের গুছিয়ে থাকে। তাদের জন্যই আজকের এই লিখা।
সারা বছর চেষ্টা করতে হবে ফরজ ইবাদতগুলো জামাতের সাথে আদায় করতে। কিন্তু রমজান মাসে ফরজ নামাযগুলো শুধু জামাতে না বরং তাকবিরে উলার সাথে পড়ার চেষ্টা করতে হবে। অন্যান্য নফল নামায ও জিকির আজকারও বেশি বেশি করব। দেখুন আমরা তো প্রতিদিন নিজেদের কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু ইবাদত করতে করতে তো কোনোদিন ক্লান্ত হইনি। নিজেকে প্রশ্ন করুন, কয়দিন নামায পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন। বিশ্রাম নিয়ে আবার নামায শুরু করেছেন। হয়েছে কখনো এমন? জীবনে বারবার এমন সময় আসা উচিত যে, আমার দেহ আল্লাহর ইবাদতে ক্লান্ত হবে। কখনও এমন সময় আসা প্রয়োজন যখন ইবাদত করতে করতে নেতিয়ে পড়ব, চোখ ঘুমের জন্য ছটফট করবে।
ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকঃ আমার ইবাদত করতে চাই কিন্তু প্রতিবন্ধকার কারণে হয়ে উঠে না। আপনি বলবেন রমজান মাসে তো শয়তানকে বন্দি করে রাখা হয় তাহলে প্রতিবন্ধকতা আসল কোত্থেকে? মূল প্রতিবন্ধকতা হল মানুষের নফস, মনের কুমন্ত্রণা।
রোযার আগেই শয়তান আমাদের নফসকে এতটাই ধোঁকায় ফেলে রেখেছে যে, কেমন যেন আমরা নিজেরাই বন্দি হয়ে যাই। ফলে তার ছোট ছোট কূটচাল রয়ে যায়। এই কূটচাল আমাদের নফসকে ইবাদত করতে দেয় না।
আমাদের আলসেমির এমন অবস্থা যে, তারাবিতে এক খতম কুরআন শোনাও কঠিন হয়ে যায়। অনেকে বলে, অমুক মসজিদে যেতে হবে। কেন? কারণ, সেখানে ত্রিশ মিনিটে তারাবিহ হয়ে যায়। অমুক জায়গায় পঁচিশ মিনিটে হয়ে যায়। এভাবে আমরা মসজিদ তালাশ করতে থাকি কোথায় আমরা পাঁচ/দশ মিনিট আগে তারাবি শেষ করতে পারব। অথচ দেখা দরকার ছিল, কোথায় তারাবি আস্তে আস্তে পড়া হয়, কোথায় তারাবি দেরিতে শেষ হয়!
প্রকৃত আরাম মৃত্যুর পরঃ নিজের নফসকে বুঝাবেন, জীবনের অনেক সময়ই তো অলসতায় কেটে গেছে। রমজানের এই মাস আমাকে আরাম করলে চলবে না, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহর ওলিগণ এ মাসে আরাম-আয়েশ করতেন না। আমরাও আরাম আয়েশ বাদ দেবো। একটু ভাবুন, বছরের এগার মাস তো আমরা নিজেদের মতো ঘুমাই, জাগ্রত হই। অন্তত একমাস এমন হতে হবে যাতে আমরা অনেক কম ঘুমাব। ইবাদত করতে করতে যদি চোখ ঘুমের কারণে ছটফট করে তাহলে ভালো কথা। যদি শরীর ক্লান্ত হয়ে যায় তাহলে ভালো কথা। কিন্তু আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা হল শুয়ে ঘুমের জন্য ছটফট করতে থাকি। রমজান মাসে কম ঘুমুতে হবে, ইবাদতের পেছনে সময় দিতে হবে বেশি। যদি আজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম বিসর্জন দিতে পারি, তাহলে আল্লাহর দর্শন নসিব হবে। আজ এই চোখকে জাগ্রত রাখুন, দেখবেন কবরের জগতে মিষ্টি ঘুম হবে। এক ঘুমে হাশর হয়ে যাবে। কোনো টেরও পাবেন না।
“মৃত্যুর পরে জাগ্রতদের হবে আরাম”
“ঘুমাবে শান্তিমতো যে করেছে তা হারাম”
লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।