হোছাইন আহমাদ আযমী : এ মাসে বেশি বেশি দোয়া করা উচিত। কেননা এ মাসে আল্লাহর রহমতে জোশ থাকে। তিনি নিজের বান্দাদেরকে কিছু দিতে চান। এ জন্য এ মাসে দোয়া বাড়িয়ে দিতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে গুরুত্ব দিয়ে দোয়া করতে হবে।
“রমজানের প্রত্যেক দিনে ও রাতে প্রত্যেক মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল হয়।” (আল-মুজামুল আওসাত, হাদিস : ৬৪০১)
তাহাজ্জুদের সময়, ইফতারের পূর্বমুর্হর্তে, ফরজ নামাযের পর, জুমুবারে সূর্যাস্তের পূর্বে এবং দোয়া কবুলের আরও যত সময় আছে, সেসব সময়ে দোয়া করার ইহতেমাম করব। এছাড়াও যে কোনো সময় দোয়া করতে পারি।
ইফতারের মহাসমারোহ ত্যাগ করুনঃ ইফতারের পূর্বে দোয়া কবুলের সময়। কিন্তু আমরা ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি। প্রতিদিন এখানে সেখানে ইফতার পার্টি থাকে। সর্বত্র দেখবেন মহাসমারোহে ইফতারের আয়োজন চলছে; কিন্তু ইফতারের পূর্বে দোয়া কবুলের এত গুরুত্বপূর্ণ সময়েও আমরা উদাসীন থাকি, কোনো খবর থাকে না।
পৃথিবীর নিয়ম হল, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিকদের দিনশেষে পাওনা দিয়ে দেওয়া হয়। আমরা সারাদিন রোযা রাখলাম, আল্লাহর গোলামি করলাম, তার শ্রমিক ছিলাম আমরা; ইফতারের সময় মজুরির সময়, তখন তো আল্লাহ আমাদেরকে ফেরত দিবেন না। আল্লাহ আমাকে ফেরত দিতে পারেন না, এই একিন ও বিশ্বাস নিয়ে দোয়া করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা কবুল করবেন।
আমল করুন গোপনেঃ রোযাই তো গোপন আমল। আপনি রোযা রাখছেন এটা তো কেউ দেখছে না। আপনি একাকি দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করলে কেউ দেখবে না; কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দেখবেন। তাই গোপন আমল রোযার সাথে আরও গোপন আমল করি। পৃথিবীর কেউ না জানুক, শুধু জানবে আমার রব। ইলম অর্জন করি গোপনে, আমল করি গোপনে, নামাজ পড়ি গোপনে, দান-সদকা করি গোপনে। শুধু আমার রব জানুক, আর কেউ না।
নারীদের বিশেষ সময়ে করণীয়ঃ শরীয়ত অনুমোদিত সমস্যার কারণে মহিলারা কিছুদিন রোযা রাখতে পারেন না। অনেকে মনে করেন, এ সময়ে নেক আমল করার সুযোগ নেই। ফলে তারা টিভির সামনে বসে থাকেন এবং বিরাট নিয়ামত হতে নিজেকে বঞ্চিত করেন। বস্তুত রমজানে রোযা না করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন করে বোনেরা সারাদিন সওয়াবের সুযোগ পান। সুস্থ অবস্থায় রোযা আদায় করা যেমন রবের আদেশ, বিশেষ অবস্থায় রোযা আদায় না করাও রবের আদেশ। ফলে তাদের হতাশার কিছু নেই। আরেকটি বিষয় মনে রাখতে হবে, তারা রোযা রাখতে পারছেন না এবং কুরআন তেলাওয়াত করতে পারছেন না; কিন্তু দোয়া, ইস্তেগফার, দুরুদ ইত্যাদি আমল করতে তো কোনো বাধা নেই। তাই মা-বোনরা রোযা না রাখলেও কোনো গুনাহ করা যাবে না। রোযার মতোই গুনাহ হতে বিরত থাকতে হবে।
দান-সদকা করুনঃ রমজানের উৎকৃষ্ট আমল হচ্ছে দান সদকা করা। সদকার মাধ্যমে আমরা আমাদের রমজান সুশোভিত করতে পারি। এ রমজানে যাকাত দেওয়ার অথবা সদকা করার সবচেয়ে ভালো খাত হচ্ছে এমন একটি পরিবারকে খুঁজে বের করা, যারা কোনো ঝামেলায় পেরেশান; কিন্তু কাউকে বলতে পারছে না। খুব কষ্টে দিনাতিপাত করছে। হয়ত আপনার সদকা তাদের জন্য বড্ড উপকারে আসবে। বেঁচে থাকার আশা জাগাবে। আল্লাহ কবুল করুন।
লেখক : হোছাইন আহমাদ আযমী, রাজশাহী।