ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : ‘ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে হবে। নইলে ঘরে আগুন জ্বালিয়ে খুন-জখম করা হবে।’ নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (১৫) জামিনে ছাড়া পেয়ে বাদীকে এভাবেই হুমকি দিয়েছেন। বাদী নিরাপত্তা চেয়ে গত ৪ নভেম্বর বুধবার নিয়ামতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
‘বাদী মামলার এজাহার ও জিডিতে উল্লেখ করেছেন, বাদীর স্বামী বিদেশ থাকে। তাঁর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে ও ছেলেকে নিয়ে শশুড়বাড়ী থাকেন। বাদী আসামী সাফিউল ইসলামের মায়ের কাছ থেকে প্রতিদিন গরুর দুধ নেওয়ার জন্য আসামীর বাড়ীতে যায়। গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় বাদী নিজে না গিয়ে সেদিন ৬ বছরের মেয়ে ও ৫ বছরের আরেক মেয়ে আসামীর বাড়ীতে গরুর দুধ নিতে পাঠালে রহিদুল ইসলামের ছেলে আসামী সাফিউল ইসলাম (১৫) ঐ শিশু দুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক শিশু কোন রকম পালিয়ে আসলেও আরেক শিশুকে পুনরায় ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ধস্তাধস্তি করে কাঁদতে কাঁদতে কোন রকমে পালিয়ে আসে। পরদিন ১৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-৩) এর ৯ (৪) (খ) ধারায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ আসামিকে ঐদিনই গ্রেপ্তার করে। কিন্তু ২দিন পরই ১৯ অক্টোবর আসামী জামিনে ছাড়া পায়।
জামিনে ছাড়া পাওয়ার পর থেকে আসামী ও আসামীপক্ষের লোকজন ও আত্মীয়স্বজন মামলা তুলে নেওয়ার জন্য ও মিমাংসা করার জন্য বাদীকে চাপ দিতে থাকেন।
বাদী আরও জানান, আসামি প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি তিনি তাৎক্ষণিক তাঁর আইনজীবীকে জানালে তিনি থানায় জিডি করার কথা বলেন। পরে এ বিষয়ে তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।