ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেক চাঁনপাড়া হাফেজ রজব আলীর বাড়ি হয়ে মিরের দেউলমূড়া রইবা হাজির ব্রিজ পর্যন্ত রাস্তাটি পাকা না হওয়ায় চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের শত শত ছাত্র-ছাত্রী তথা আশপাশের কয়েক হাজার মানুষের।
বিশেষ করে কোমলমতি শিশুরা পড়েছেন মহা বিপাকে। কোমলমতি শিশুরা এমনিতে স্কুলে না যাওয়ার নানান অজুহাত করে থাকে। তার ওপর রাস্তাটি কাচা হওয়ায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় হাটু পরিমান কাঁদা, পানি। আর একটু হাস্জ্জল রোধ উঠলেই সৃস্টি হয় ধূলোই একাকাকার। গ্রামবাসীর যাতায়াতের কষ্টের কথা বিবেচনা করে বিগত কয়েক মাস আগে রাস্তাটিতে ইট বিছানো হলেও মাটি বহনকারি লরী ও ট্রাক যাতায়াতের কারণে রাস্তাটির মাঝখান থেকে ইট উঠে গিয়ে চলাচলের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে অত্র এলাকার জনসাধারণের।
এ ব্যাপারে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, চৈত্র মাস এলেই পুকুরে পানি থাকে না। মাছ মড়ে ভেসে ওঠে। তাছাড়া মাছে ভাতে বাঙ্গালী সে হিসেবে আমার শশুরের পুকুরটি সংস্কার করতে নিয়েছিলাম। কিন্তু তা আর হলো না। মাত্র দু’ একদিন যাতায়াতের ফলে আমাদের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছিল বিধায় নিজ ইচ্ছায় সংস্কার কাজ বন্ধ করে দিয়েছি। এর পরেও জনসাধারণের যাতায়াতের সমস্যা হলে প্রয়োজনে নিজ উদ্যোগে সংস্কার করা হবে।
এদিকে অত্র গ্রামের প্রবীণ মুরব্বী আবুল কাসেম বলেন, আমাদের এই রাস্তাটি এখনো অবহেলিত একটি রাস্তা। রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে। এমতাবস্থায় অত্র গ্রামের ছাত্র-ছাত্রী তথা সর্বসাধারণের চলাচলের কষ্টের কথা বিবেচনা করে উক্ত রাস্তাটি পাকা করার জন্য ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করেছেন অত্র গ্রামবাসী।