ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : প্যাডেল ভ্যানে মাইক লাগিয়ে ভ্যানের ওপর বরফের বাক্স বসিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রায় পঞ্চাশ বছর ধরে বরফ বিক্রি করেই সংসার চালাচ্ছেন ওয়াহেদ আলী সেখ (৭৫)।
সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ভ্র্যাহ্মণবাড়িয়া গ্রামের বাসিন্দা তিনি। সবাই তাকে বরফ আলা চাচা নামেই চেনে। সাধের দিকে তার বরফের সাথে অন্য কারো বরফের তুলনা হয় না। খেতে বেশ সুস্বাদু।
তার সাথে কথা হলে তিনি জানান, সে সময়ে ম্যাট্রিক পাশ করার পর অভাব-অনটনের সংসারে আর লেখাপড়া করা সম্ভব হয়নি। তারপর বদলে যায় তার জীবন। জীবন বাঁচাতে মাথায় করে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করে শুরু করে দেন বরফ বিক্রি। এরপর একটা বাইসাইকেল কিনে মাথার উপরের বাক্সটা নামিয়ে সাইকেলে লাগিয়ে শুরু করেন দ্বিতীয় পথচলা।
তিনি আরও জানান, বর্তমানে তিনি প্যাডেল ভ্যানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লায় ঘুরে ঘুরে বরফ বিক্রি করে সংসার চালাচ্ছেন ওয়াহেদ আলী সেখ। এভাবেই সবার কাছে পরিচিত লাভ করেন বরফ আলা চাচা নামে। কস্টের মধ্যেও ভাল থাকার চেষ্টা করছেন প্রবীণ এই ব্যাক্তি মোঃ ওয়াহেদ আলী সেখ।