ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজার কলেজ রোড প্রাঙ্গনে ছোট একটি জায়গায় বাঁশ-বেত দিয়ে ধিয়াল, বানা, পলোসহ বিভিন্ন পণ্য তৈরি করে স্থানীয় হাটপাঙ্গাসী বাজার ও গ্রামপাঙ্গাসী বাজারসহ আশ-পাশের স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করে দীর্ঘ ৪০ বছর ধরে সংসার চালাচ্ছেন ধীরেন্দ্রনাথ চন্দ্র।
অভাবের সংসারে দু’ বেলা খেয়ে-পরে বেঁচে আছে ধীরেন্দ্রনাথ চন্দ্রের পরিবার। সংসারের যাবতীয় খরচ চলে এই বাঁশ-বেতের পণ্য দিয়েই। বয়সের ভারে এ ছাড়া আর কোনো উপায় নেই ধীরেন্দ্রনাথের।
ধীরেনন্দ্রনাথের সাথে কথা হলে তিনি জানান, বাপ-দাদার পেশা বাঁশ ও বেতের পণ্য তৈরির কাজ জানা থাকায় এ পেশাটাকেই আক্রে ধরে আছেন তিনি। বর্তমানে এ পেশার পাশাপাশি কুটির শিল্পেরও কাজ করেন তিনি। বাপ-দাদার শিখানো বাঁশের তৈরি ধিয়াল, মোড়া, হরেক রকমের ঝুড়ি, খাঁচা, চালুন, বেতের তৈরি পাটি, মাছ ধরার খাঁলোইসহ প্রভৃতি পণ্য তৈরির কাজ করে যাচ্ছেন তিনি। এখন পুরোপুরি এই শিল্পের ওপর নির্ভরশীল তিনি।
তিনি আরও জানান, এসব পণ্য বিক্রি করে প্রতি মাসে তার ৪/৫ হাজার টাকা আয় হয়। এতেই কোনোমতে চলে কষ্টের সংসার। এদিকে এই কুটির শিল্পকে আরো সম্প্রসারণ করার জন্য সরকারি ভাবে আর্থিক সহযোগিতা কামনা করেন ধীরেন্দ্রনাথ চন্দ্র।