ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক ভাবে কচ্ছবের চাষাবাদের খবর পাওয়া গেলেও সিরাজগঞ্জের রায়গঞ্জের ডোবা-নালা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে কচ্ছপ। উপজেলার পুকুর, ডোবা-নালা সেঁচ দিয়ে শুকাইলে সবার আগে চোখে পড়তো ছোট-বড় এসব কঁচ্ছপ।
এমনকি কচ্ছপ ধরার জন্য বিভিন্ন পুকুর, ডোবা-নালায় কঁচ্ছপ ধরার যন্ত্র কাঁদে নিয়ে ঘুরতেও দেখা যেতো এক শ্রেণীর মানুষকে। সকাল হলেই এরা উপজেলার বাড়ির আঙ্গিনায় কচুরি পানা ভরা পুকুর, ডোবা-নালায় খুঁজতে দেখা যেতো এক সময়।
এদিকে উপজেলার কয়েকজন প্রবীন ব্যাক্তির সাথে কথা বললে তারা জানান, বিগত প্রায় দেরযুগ আগে উপজেলার অধিকাংশ ডোবা-নালা ও পুকুর প্রায় সময় পতিত থাকতো। ফলে সেখানে পানি ও কস্তুরিতে ভরে যেতো। ভরে যেতো বিভিন্ন আগাছায়। আর সেই সুযোগে নির্ভয়ে বসবাস করতো পোকা-মাকরের পাশাপাশি কচ্ছপের মতো প্রাণীটি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন আর একটি জমি বা একটু জায়গাও খালি রাখছেনা কেউ। এখন সবাই সচেতন। যে যার জায়গা খালি না রেখে নিচু জমিতে চাষ করা হচ্ছে মাছ ও ভাল ভাল জমিগুলোতে চাষ করা হচ্ছে ধানসহ বিভিন্ন ধরনের ফসল। ফলে গ্রামাঞ্চলের ডোবা-নালা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে কঁচ্ছপ। তবে ইচ্ছে করলে প্রশিক্ষণ নিয়ে পারিবারিক ভাবে করতে পারেন কচ্ছপের চাষাবাদ।