ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইস উদ্দিনের (২৫) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শ্যামপুর কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। এসময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি মেম্বার শাহনাজ পারভীন বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টায় দাফন সম্পূর্ণ হয়েছে। তবে পরিবারটি নিঃস্ব হয়ে গেলো।
রইস উদ্দিনের মা রুমালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেতো আর পৃথিবীতে নেই। তাই আমি চেয়েছিলাম আমার ছেলেকে আমার বাড়ির পাশে দাফন করব।
নিহত বিজিবি সদস্য প্রতিবেশী আব্দর রহিম জানান, এলাকায় রইশুদ্দীনের বেশ সুনাম রয়েছে। ছুটি নিয়ে বাড়িতে আসলেই মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অর্থ দিয়ে সহায়তা করত। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতো। আমরা এখন তার সহায়তা থেকে বঞ্চিত হলাম। পরিবার হারাল তাদের সন্তানকে।
নিহত রইশুদ্দীনের বাবা জানান আমার ৫ সন্তান। দুই ছেলে বিজিবি সদস্য মাসুম রেজা ও রইশুদ্দীন এবং বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে। রইশুদ্দীনের বাবা আরও জানান তার দুটি সন্তান রয়েছে। চার বছরের বড় মেয়ে রায়সা ও পাঁচ মাসের শিশু হাসান।
নিহতের স্ত্রী নাসরিন বেগম স্বামীর এই অকাল মৃত্যুতে পাথর হয়ে গেছে । তিনি বলেন, বিয়ের অল্প সময়ে দুই শিশু সন্তান নিয়ে বিধবা হতে হল। সন্তানদের কি বুঝ দিব! কিভাবে দুই সন্তান নিয়ে জীবন যাপন করব। ঘটনার দিন দায়িত্বে যাবার সময় সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়েছে। আর কোনোদিন কথা হবে না। এটা যেন ভাবতেই পারছি না। আমি আমার স্বামী হত্যার বিচার চায়।
এর আগে, বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে চার টার দিকে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে হেলিকপ্টারে এসে পৌঁছায় মোহাম্মদ রইস উদ্দিনের লাশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের সময় ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মাসুদ রানার কাছে লাশ হস্তান্তর করা হয়। ভারতের গাঙ্গুলিয়া পাড়া সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করে বিএসএফ।
গত সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।
প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পরপরই উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিক মারা যান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/