ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে এক লাফে জিরার দাম তিনগুণ হয়েছে। ফলে বিপাকে পড়েছে জিরা ক্রেতাগণ। খুচরা বাজারে ৩০০ টাকা কেজির জিরার দাম ৬৬০ টাকা বেরে ৯৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষেরা।
ক্রেতারা বলছেন, কয়েক মাস আগেও আমরা ২৫০ গ্রাম জিরা ৭৫ টাকা দিয়ে ক্রয় করে ছিলাম। সেই জিরা এখন ২৫০ গ্রাম ক্রয় করতে হচ্ছে ২৪০ টাকা দিয়ে। আর এদিকে বিক্রেতারা বলছেন, মোকামেই দাম বেশি। তাই আমাদেরকেও বেশি দামে বিক্রি করা হচ্ছে।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, তরকারি স্বাধ নিতে অবশ্যই জিরার প্রয়োজন আছে।
এভাবে দিন দিন জিরা সহ নিত্য পণ্যের মসলার দাম বাড়লে আমরা গরীবরা খাবো কি করে। এমতাবস্থায় আসছে রমজানের আগেই জিরা সহ নিত্য পণ্য মসলার দাম সাভাবিক পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলার অধিকাংশ মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষেরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/