ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, কবিতা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রæয়ারী) বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ শাহ্ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ কুমার দাস, মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল ও খোদাবক্স মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, মান্দা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল, মান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়।
পরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/