ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সামানন্যতম বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাঁদা আর কাঁদা। ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এ পথের হাজারো মানুষকে।
এমন দৃশ্যে দেখা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার সড়কটিতে। বিশেষ করে উক্ত বাজারের ফজলের মোড় থেকে হাটপাঙ্গাসী বাজার চৌরাস্তা হয়ে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত।
এমনিতে রাস্তাটুকু পাকা না হওয়ায় অনেক কষ্টে চলতে হয় এ পথের হাজারো মানুষকে। তার পর একটু বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই। বর্ষা মৌসুমে এক রকম আতংক নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের। কাঁদার সঙ্গে যুক্ত হয়েছে সিএনজি, ইজিববাইকসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতি। এসব যানবাহন কাঁদার মধ্যেই চলাচল করছে বেপরোয়া গতিতে।
ফলে কাঁদা পানি সিটকে মূহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে এ পথে চলাচলরত পথচারীদের জামাকাপড়। ফলে বিরম্বনার শিকার হতে হচ্ছে এ পথে চলাচলরত শিক্ষার্থী ও হাজারো মানুষকে। এমতাবস্থায় আর কালক্ষেপণ না করে জনস্বার্থে উক্ত বাজার সড়কের রাস্তাটুকু পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/