ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ‘গ্যাস সরবরাহ পেলে নাটোরে আরও একটি শিল্পপার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল গ্রুপ। তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সাথে প্রাণ এর চেয়ারম্যানের এ বিষয়ে আলোচনা হয়েছে। যদি গ্যাস সরবরাহ পাওয়া যায় তাহলে প্রাণসহ আরও অনেক প্রতিষ্ঠান চালু করতে আগ্রহী হবে।
এর ফলে নতুন করে নাটোরের অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং নাটোরের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন ঘটবে। বর্তমানে নাটোবে প্রাণের প্রায় ১৩ হাজার চুক্তিভিত্তিক কৃষক রয়েছে। সামনেই আরও ৫ হাজার চুক্তিভিত্তিক চাষী যুক্ত হবে।
বুধবার (৬ মার্চ) দুপুরে নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার দুই যুগপূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামাসহ প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
পরে প্রাণ এগ্রো লিমিডেটের বিভিন্ন কর্মকান্ডের ডকুমেন্টারী তুলে ধরাসহ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/