ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের জনসমষ্ঠির অর্ধেকের চেয়েও নারী জনগোষ্ঠি বেশি। তাই দেশের উন্নয়নে নারী জনগোষ্ঠিকে নারী জনশক্তিতে পরিণত করতে হবে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও দেশে গঠনে এগিয়ে এলে অতি দ্রুত দেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।
শুক্রবার (৮ মার্চ) বেলা ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসে নারীদের উন্নয়ন ও অগ্রগতির উপর বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বী ফজলু প্রমুখ।
অনুষ্ঠান শুরু পূর্বে প্রধান অতিথি নারীদের সমন্বয়ে অনুষ্ঠিত এক বিশাল র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় নারী দিবসে বিভিন্ন শ্লোগনে র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এসে মিলিত হয়।
এর পর বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং বাইসাইকেল বিতরণ করেন ও দুপুর ২.৩০মিনিটে উপজেলা সেচ কমিটির সভায় যোগদান করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews