ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শহীদুজ্জামান সরকার ৪৭ নওগাঁ (ধামইরহাট-পত্নীতলা)-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় পত্নীতলাবাসীর পক্ষ থেকে তাঁকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামাত বিভিন্ন নির্বাচনে ষড়যন্ত্র করে চলছে, দেশী বিদেশী প্রভুদের ইশারা ইংগিতে বিএনপি জামাত এখনো ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, ভাতৃ সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
প্রতিমন্ত্রী নিযুক্ত করায় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনাদের ভালোবাসায আমি অভিভূত। অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষযক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, কৃষক লীগ নেতা হাসান শাহরিয়ার পল্লব, ষুবলীগ নেতা আব্দুল মজিদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews