ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : ‘দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় রোববার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মাধ্যমে দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার হুসেইন মুহাম্মদ এরশাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈকত দাশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আশরাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার ইব্রাহিম খান, সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার প্রমুখ।
এর আগে, একটি র্যালী উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নেভানোর মহড়া প্রদর্শন করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews