ধূমকেতু প্রতিবেদক : ‘মানুষ মানুষের জন্য এটি একটি ইসলামিক স্লোগান, একদিন তাহাজ্জুদের নামাজ আদায়ের চেয়ে উত্তম মানবসেবা করা, সানাবিল ফাউন্ডেশন ও স্বচ্ছলতা এসোসিয়েশনের এই মহতি উদ্যোগকে আল্লাহ কবুল করুন’।
সানাবিল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্বচ্ছলতা এসোসিয়েশন আলোকিত আনন্দ প্রজেক্টের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ-২০২৪ এর অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এইচ.এম. শহীদুল ইসলাম।
রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী কোর্ট হাইটেক পার্ক সংলগ্ন লোটাস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসন্ন রমজান মাসকে সামনে রেখে অসহায়, দুস্থ প্রায় ১৫০ জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বচ্ছলতা এসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট রত্নলেখা নাসরিন বলেন, চমৎকার এ আয়োজনের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পরে সকলের প্রতি শুভকামনা ও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি এহতেশামুল আলম, সহ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সালমান ফার্সী, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, প্রকাশ ও প্রচারণা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews