ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সামনের সড়কে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলগাছী উপজেলার শিক্ষক সমিতির ব্যানারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহণ করেন।
ফয়জাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একে.এম সুজাউল ইসলাম, সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।
মানববন্ধনে নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম বলেন, ২০১৯ সালে নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অবস্থায় শিক্ষিকা শারমিন সুলতানার স্বামী বিদ্যালয়ে অনাধিকার প্রবেশ করে আমাকে সহ অন্যান্য শিক্ষকদের প্রহার করে। বিষয়টি বিভাগীয় তদন্তে সত্য প্রমানিত হওয়ায় প্রশাসনিক শাস্তি স্বরূপ অভিযুক্ত শারমিন সুলতানা কে শহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটিশনে বলদী করেন এবং পরবর্তীতে স্বাভাবিক বদলী নিয়ে হাটশাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। শারমিন সুলতানা তার বাড়ীর কাছে স্কুল থাকার পরও দূরে গিয়ে চাকরি করায় সে মানসিক কষ্টে থাকার কারনে তার পরিবারের লোকজন সে সহ প্রায় দিনই ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অশালীন কথা বলতে থাকে।
তার জের ধরে ১৪-০৩-২৪ ইং তারিখে শিক্ষিকা পলি পারভিন তার বাবার মোটরসাইকেল যোগে স্কুলে নালুবাবাড়ী স্কুলে আসবার সময় সকাল ৯টায় অভিযুক্ত শিক্ষিকা শারমিন সুলতানার মেয়ে তাছফিয়া পলি পারভিন কে কুকুর কুকুর ছেই ছেই সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি পলি পারভিন স্কুলের প্রধান শিক্ষককে জানান। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ম্যানেজিং কমিটির সদস্যদের জানানোর জন্য রওনা হলে অভিযুক্ত শিক্ষিকা শারমিন সুলতানার বসতবাড়ীর সামনে পৌঁছা মাত্র তার স্বামী তোয়াব হোসেন পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে প্রধান শিক্ষক রশিদুল ইসলাম কে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ভয় ভীতির হুমকি দেন। সেই সময় তোয়াব হোসেনের লাঠির আঘাতে প্রধান শিক্ষক রশিদুল ইসলামের স্যামস্যাং জে সিক্স প্লাস মোবাইল ফোনটি ভেংগে যায়।
তিনি আরো বলেন, দেশে বিভিন্ন সময় শিক্ষকদের ওপর হামলা হয় কিন্তু সঠিক বিচার হয় না। যে দেশে প্রধানমন্ত্রী শিক্ষকবান্ধব, সে দেশে শিক্ষকদের এমন নির্যাতন মেনে নেওয়া যায় না।
বদলগাছী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একে.এম সুজাউল ইসলাম রতন বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ঘটনার স্থান পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শিক্ষিকা শারমিন সুলতানা স্বামী প্রধান শিক্ষককে বাঁশের লাঠি দিয়ে মারছে। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। সেই অভিযোগ গুলো বিভাগীয় তদন্তে সত্য প্রমানিত হয়েছে। এবারো তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষকরা থানায় আসছিলো বিষয়টি আমি শুনেছি। একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews