ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, ইউএনও পপি খাতুন, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews