ধূমকেতু প্রতিবেদক, পাবনা : আজ পহেলা ডিসেম্বর পাবনা সদর উপজেলার নাজিরপুর গণহত্যা দিবস। একাত্তরের এইদিনে নাজিরপুর গ্রামে হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে চালায় নির্মম হত্যাযজ্ঞ।
হানাদার বাহিনীর হাতে শহীদ হন অর্ধশতাধীক গ্রামবাসীসহ মুক্তিযোদ্ধা। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য ঘরবাড়ি।
মুক্তিযুদ্ধের সময় এই গ্রামটি ছিলো জেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মূল ঘাটি। এখান থেকেই পরিচালিত হতো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হামলার রণকৌশল। পাকবাহিনীর কাছেও আতংকের নাম ছিল নাজিরপুর।
পহেলা ডিসেম্বর ভোরে পাক বাহিনী তাদের এ দেশীয় দোসরদের নিয়ে চারদিক থেকে নাজিরপুর গ্রামটিকে ঘিরে ফেলে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ ৬২ জনকে গুলি করে হত্যা করে।
মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রতি পরিবারকে কবর বাঁধানোর জন্য দুই হাজার করে টাকা দিয়েছিলেন। কবর গুলো সংরক্ষনের দাবী স্থানীয়দের।