ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল পহেলা ফালগুন আর বিশ্ব ভালোবাসা দিবস। আর পহেলা ফালগুন আর ভালোবাসা দিবস মানেই ফুলের বাহার। এসব দিবসে বেড়ে যায় ফুলের চাহিদা। কারণ বসন্তকে বরণ করে নিতে যেমন চাই রঙিন ফুল, তেমনি ভালোবাসা দিবসের এই দিনে প্রিয় মানুষটিকে অন্তত একটি লাল গোলাপ দিতে চায় সবাই।
এজন্য মহানগরী জুড়ে আগেভাগেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। যদিও করোনার কারণে ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ও বিভিন্ন বিধি নিষেধ থাকায় তারা একটু শঙ্কিত রয়েছেন বেচা-বিক্রি নিয়ে। তারপরও আগাম প্রস্তুতি তো নিতেই হয়। তাই এখন থেকেই অনেক ব্যবসায়ীরা পাইকারদের কাছে ফুলের অর্ডার দিয়ে রেখেছিলেন এবং আজকে তারা সেগুলো সংগ্রহ করেছেন।
গতকাল শনিবার নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহরসহ বিভিন্ন ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।
খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর ফুল বিক্রি পরিমাণে বেশি হবে বলে তারা আশা করছেন। কারণ দুই/তিন বছর করোনার সংক্রামণ অতিমাত্রায় থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ এর কারণে বিধি নিষেধ থাকলেও লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।
নগরীর সাহেববাজারের ফুল ব্যবসায়ী মিলন বলেন, ‘এ বছর করোনার লকডাউন নেই। তাই ফুল বিক্রির বিষয়ে আমরা বিশেষ আশাবাদী।’
ফুলের চাহিদা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বসন্ত আর ভালোবাসা দিবস মানেই গোলাপ। সবাই চায়না রেড গোলাপ বেশি পছন্দ করে। এছাড়াও দেশি লাল ও সাদা গোলাপের চাহিদাও আছে। তাই আমরা ইতোমধ্যে এই ফুলের বেশি করে অর্ডার দিয়ে দিয়েছি পাইকারদের কাছে।
তিনি বলেন, ফাল্গুন আর ভালোবাসা দিবস আসলেই ফুলের দাম বেড়ে যায়। অনেক ক্রেতারা সেটা বুঝতে চায় না। কিন্তু আমরা খুচরা ব্যবসায়ীরা আসলে কিছু করতে পারি না। পাইকারদের কাছ থেকেই স্বাভাবিক দিনের তুলনায় বেশি দামে ফুল কিনতে হয়। তাই এই সময়ে দাম বেশি থাকে।
নগরীর আরেক ফুল বিক্রেতা রাজিব হোসেন জানান, উৎবস আসলে দাম কিছুটা বাড়বেই। আমাদের ব্যবসাও এইসব উৎসবকে কেন্দ্র করে। ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বেশি থাকে। এক সপ্তাহ আগেও গোলাপ দশ টাকা বিক্রি হয়েছে। এখন ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে। এটা উৎসবের দিন এক থেকে দেড়শ টাকা পর্যন্ত যেতে পারে।
এদিকে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিছু ক্রেতা। নগরীতে ফুল কিনতে আসা এক দম্পতি জানান, ফাগুনের এই দিনে ফুলের চাহিদা বেশি থাকে। এ সুযোগ কাজে লাগায় কিছু খুচরা ফুল ব্যবসায়ীরা। ৫ টাকার ফুলের দাম চাচ্ছে ২০ থেকে ২৫ টাকা।
ভালোবাসার মধ্য দিয়ে বসন্তকে বরণ করতে হবে উৎসবমুখর পরিবেশে। তাই দাম নিয়ে ভাবছেন অনেকেই। ফুল কিনতে আসা হৃদয়সহ তার বন্ধুরা জানান, আমরা বন্ধুরা মিলে প্রতিবছর বসন্তের সময় অনেক আনন্দ করি। আর বসন্তের এই দিনে মিশে গেছে ভালোবাসা দিবস। যেখানে ফুলের কোন বিকল্প নেই। তাই দাম যাই হোক ফুল সবার চাই।
এ বিষয়ে এক ক্রেতা আশরাফ জানান, আজ একটা গোলাপ ফুলের দাম রাখা হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। কিন্তু ভালবাসা দিবসের দিন এই গোলাপ ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত রাখা হয় কোথাও কোথাও। এটা আসলে খুব অস্বাভাবিক। আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা এতো দাম দিয়ে ফুল কিনতে পারি না।