ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বুধবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে আগামী ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
সম্মেলন সফল করতে নানা পরিকল্পনা তুলে ধরে সাংসদ এনামুল হক বলেন, বাগমারায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
তিনি আরো বলেন, উক্ত সম্মেলনে দশ হাজার ডেলিগেটসহ ছয়শত চল্লিশজন কাউন্সিলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলন সফল করার লক্ষে তিনি স্থানীয় গনমাধ্যম কর্মীদের সর্বাত্বক সহযোগীতা কামনা করেছেন। মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে তিনি সম্মেলন কে ঘিরে নানা প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি অ্যাড. ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক আবু বাক্কার সুজন, নাজিম হাসান, আকবর আলী, জিল্লুর রহমান দুখু, নুরকুতুবুল আলম, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহমেদ ও রতন কুমার প্রমূখ।