ধূমকেতু প্রতিবেদক : চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজারে দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসুচীতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারিতে পেশাগত পরীক্ষার বিকল্প দিতে হবে, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করতে হবে, পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের বেতনের অধিক টাকা নেয়া যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।