ধূমকেতু প্রতিবেদক : “টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” স্লোগানে পালিত হচ্ছে এবারের নারী দিবস। মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস। নারী দিবস নারীর অধিকার আদায়ের দিবস। সারা বিশ্বে আনন্দঘন পরিবেশে নারী দিবস পালিত হলেও আমাদের দেশে নির্যাতিত নারীদের আর্তনাদের চিৎকারে দিবসটি পালিত হয়।
বর্তমান সরকার নারীদের উন্নয়নে বহুমাত্রিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করছে। নারীদের বিচরণ এখন সবত্র। একই সাথে আমাদের দেশে বেড়েছে নারী নির্যাতন ও যৌন সন্ত্রাস। আমাদের রাজশাহী জেলাও এর বাইরে নয়।
সম্প্রতি আঁচল ফাউন্ডেশন এর তথ্য মতে বাংলাদেশে ৬৫ দশমিক ৫৮ শতাংশ তরুনীই কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন ৪৫ দশমিক ২৭ শতাংশ তরুনী। ৮৪ দশমিক ১০ শতাংশ গণপরিবহন হিসেবে সর্বাধিক ব্যবহৃত বাস বা বাসস্ট্যান্ডে যৌন হয়রানির মতো অভিজ্ঞতার সম্মুখীন হন। রেল বা রেল স্টেশনে ৪ দশমিক ৫৮ শতাংশ এবং রাইড শেয়ারিং সার্ভিসে ১ দশমিক ৫৩ শতাংশ তরুনী যৌন হয়রানির শিকার হন। এছাড়া ২২ দশমিক ২৬ শতাংশ তরুনী বিভিন্ন জায়গায় ইভটিজিংয়ের শিকার হন। ৮ই মার্চ নারী দিবসকে সামনে রেখে জরিপটি চালানো হয়েছে।
আঁচল ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ দমিক ৪৯ শতাংশ তরুণী জানিয়েছেন, তারা বিকৃত যৌন ইচ্ছার প্রচ্ছন্ন ইঙ্গিতের মাধ্যমে নিগ্রহের শিকার হয়েছেন। ২৯.৬২ শতাংশ তরুণী কে আপত্তিকর স্পর্শের শিকার হন ৬৪ দশমিক ৯২ শতাংশ তরুণী। এমনকি ২০ দশমিক ০৪ শতাংশ তরুণী কুদৃষ্টি এবং অনুসরণের শিকার হয়েছেন। জরিপের তথ্য অনুযায়ী, তরুণীরা সবচেয়ে বেশি এ ধরনের নিপীড়নের শিকার হন একাকী চলার সময়ে ৭৫ দশমিক ৬০ শতাংশ। তবে ২১ দশমিক ৫৭ শতাংশ মা, বোন, বান্ধবী বা অন্য নারী সঙ্গী থাকা অবস্থায় এবং ২ দশমিক ৮৩ শতাংশ বাবা, স্বামী, ভাই বা অন্য পুরুষ সঙ্গী থাকা অবস্থায় নিপীড়নের শিকার হয়েছেন। এ ছাড়া ৪৩ দশমিক ৮৯ শতাংশ তরুণী অনলাইনে বিড়ম্বনার শিকার হয়েছেন।
এর মধ্যে অবান্তর ও কুরুচিপূর্ণ মেসেজ পাঠিয়ে এবং মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে ৬১ দশমিক ১২ শতাংশকে। সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছেন ১০ দশমিক ৩৪ শতাংশ ব্যাক্তিগত ও সংবেদনশীল ছবি নিয়ে দুর্ভোগ পোহান বলে জানিয়েছেন। এছাড়া ৫ দশমিক ১৭ শতাংশ অযাচিত আইডি স্টাকিংয়ের শিকার হন। নারীর অধিকার রক্ষায় রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলার গত ১৪ মাসের নারী নির্যাতনের তথ্য প্রকাশ করে, যাতে দেখা যায় হত্যা ২১, হত্যার চেষ্টা ০৯, আত্মহত্যা ২৭, আত্মহত্যার চেষ্টা ০১, ধর্ষণ ২৩, গণধর্ষণ ০১, ধর্ষণ চেষ্টা ০৪, যৌন নির্যাতন ১৯, নির্যাতন ৪০, ভিকটিম অফ পর্নোগ্রাফি ০৯, অপহরণ ০৫, নিখোঁজ ০৬ জন নারী।
উন্নয়ন সংস্থা লফস সমাজের নারী নেত্রী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সরকারী/বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সমাজের বিজ্ঞজন ও জনসাধারণের সাথে নারী নির্যাতন বিষয়ে কথা বলে এবং তথ্য অনুযায়ী জানা যায়- পারিবারিক কলহ, প্রেম ঘটিত কারনে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের মতো ঘৃনিত অপরাধ ঘটছে অহরহ যা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একই ভাবে যৌতুক ও বাল্যবিবাহ’র ফলে নারীরা প্রতি নিয়ত নির্যাতিত হচ্ছে এর ফলে সংসারে ভাঙ্গন দেখা দিচ্ছে, আত্মহত্যার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে পরকীয়া প্রেম নারীর জীবনকে দূর্বিষহ করে তুলছে।
করোনা মহামারীর মধ্যেও বেড়েছে নারী নির্যাতন। দিন দিন বাড়ছে পরকিয়া। সোস্যাল মিডিয়া মাধ্যমে ব্ল্যাক মেইলিং এর শিকার হচ্ছে তরুনীরা। নারী নির্য়াতন প্রতিরোধে নারীদের নির্ভয়ে প্রতিবাদ ও আইনী সহায়তা গ্রহন করা উচিৎ। সমাজের অপরাধ প্রবনতা কমাতে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করায় নারী দিবসের সোচ্চার আহ্বান।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, মানুষের নৈতিক মূল্যবোধের অভাব ও সামাজিক অবক্ষয়ের কারণে নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে দিন দিন বাড়ছে। স্কুল, কলেজ, নিকটস্থ আত্মীয় কিংবা নিজ বাড়িতেও নিরাপদ নয় নারী বা কিশোরীরা। বর্তমানে মায়ের কোলে শিশু যখন নিরাপদ নয় তখন রাষ্ট্রকে এবিষয়ে গভীর ভাবে ভাবতে হবে।
তিনি বলেন, এই বর্বরতা থেকে সমাজকে উত্তোরনের জন্য শিক্ষা, শ্রদ্ধা, সম্মান সর্বাপরি মানসিকতা পরিবর্তনের জায়গাগুলোয় কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার থেকেও নারীকে সম্মান করা শেখাতে হবে। গণমাধ্যমকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও বেশি কাজ করতে হবে। সর্বপরি নারীকে সম্মান করতে পারলে সমাজ অনেক এগিয়ে যাবে যা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক। ২০২২ সালে নারী দিবসে আমাদের প্রত্যাশা “টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। নারীর অধিকার আদায়ে সকল মতপার্থক্য ভূলে সকলকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বন জানান তিনি।