ধূমকেতু প্রতিবেদক : ফ্রান্সে হযরত মুহম্মদ (স) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পরে স্থানীয় ইমাম-ওলামা, দরবার শরীফ ভক্ত আশেকান ও তৌহিদি জনতার উদ্যোগে নগরীর রেলগেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন, নগরীর পঞ্চবটি খাজা ইসমাইল শাহ চিশতি দরবার শরীফ, টিকাপাড়া হযরত খাজা কাশেম চিশতি নিজমী দরবার শরীফ, ভদ্রা শাহ ওলী আহমদ (রহঃ) মাজার শরীফ, ঘোড়ামারা শাহ কলন্দর দরবার শরীফ, হযরত মাতশাহ ও হযরত বোরহান উদ্দিন শাহ (রহঃ) দরবার শরীফ, দাশমারি পূর্বপাড়া দারুল হাবীব খানকাহ শরীফ’র ভক্ত আশেকানবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হযরত মাও. মুফতি মইনুল ইসলাম, হযরত হাফেজ মাও. মুহাম্মাদ আব্দুল্লাহ, শাহ ওয়াকার আহমেদ, শাহাদাত হোসেন, মাওলানা নূহ, মাওলানা রুহুল আমিন প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা মুসলমানদের মুক্তির দিশারী হযরত মুহম্মদ (স) কে অবমাননাকারী ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। সেই সাথে ফ্রান্সের এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।