ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে স্বামী আশরাফুল ও তার দ্বিতীয় স্ত্রী মুসলেমা বেগমের বিরুদ্ধে প্রথম স্ত্রী রহিমা বিবি (৩৮) নামের দুই সন্তানের গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রীকে আসামী করে নিহত গৃহবধূর রহিমার পিতা আফতাব উদ্দীন বাদী হয়ে তানোর থানায় মামলা করেছেন। শুক্রবার পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে পারেনি।
বৃহস্পতিবার বেলা ১২টার উপজেলার কলমা ইউনিয়নের গংগারামপুর বদলিপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ধামা চাপা দেবার জন্য রহিমা মারা যাবার বিষয়টি কাউকে বলা হয়নি। তবে বিকালের মধ্যে গ্রামের লোকজন বিষয়টি জেনে যায়। বিকাল থেকে আশরাফুল ওতার দ্বিতীয় স্ত্রী মুসলেমা বেগম বাড়ি থেকে পালিয়ে যায়।
থানা পুলিশ ও সংশ্লিষ্ট জানা গেছে, উপজেলার গংগারামপুর বদলিপাড়া গ্রামের মৃত অসিম উদ্দিনের পুত্র আশরাফুলের সঙ্গে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের মালবান্দা শল্লাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের মেয়ে রহিমা খাতুনের। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কারণে অকারণে স্ত্রীকে নির্যাতন করেন স্বামী আশরাফুল। তাদের সাত বছরের ছোট ছেলে আব্দুল্লাহ প্রতিবন্ধী এবং বারো বছরের বড় ছেলে আরিফ হোসেন।
তবে স্বামী আশরাফুল প্রথম স্ত্রী রহিমা বিবির অনুমতি ছাড়াই স¤প্রতি দ্বিতীয় বিয়ে করেন আশরাফুল। এরপর থেকে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় গত প্রায় ১৫ দিন আগে স্ত্রী রহিমা বিবিকে নির্যাতন করে স্বামী ও দ্বিতীয় স্ত্রী মিলে প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে রহিমা বিবি পিতার বাড়িতে চলে আসেন। কিন্ত স্বামী আশরাফুল আর নির্যাতন করবেনা বলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা স্বামীর বাড়িতে যেতে বলেন। তাদের কথায় এবং সন্তানদের কথা ভেবেই রাহিমা বিবি গত ৫ দিন আগে স্বামীর বাড়িতে যান।
নিহত মেয়ের পিতা আফতাব উদ্দীন জানান, কয়েকদিন ভালো থাকলেও গত বুধবার রাতে আমার মেয়ে শারীরিক নির্যাতন করে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মাঝামাঝি সময়ের মধ্যে নিজ ঘরে আশরাফুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী বালিশ চেপে মেরে ফেলে বারান্দায় রেখে দেয়। ওই গ্রাম থেকে মোবাইলের মাধ্যমে ঘটনা শুনে দ্রæত মেয়ের বাড়িতে গিয়ে দেখি বারান্দায় মরদেহ পড়ে আছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে লাশ পাঠানো হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।