ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলায় ৬ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার।
এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৮৪৬ জন, বাঘা উপজেলায় ১৭০ জন, চারঘাট উপজেলায় ১৬৫ জন, পুঠিয়া উপজেলায় ১৩৪ জন, দুর্গাপুর উপজেলায় ৮৪ জন, বাগমারা উপজেলায় ১১৯ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৫ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৭০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ২৭১ জনের। শনাক্তের মধ্যে ১৯ হাজার ৯৭৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ২৭১ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫২১৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৯৬ জন, নওগাঁ ১৩৪৬ জন, নাটোর ১০৭০ জন, জয়পুরহাট ১১৫৪ জন, বগুড়া জেলায় ৮ হাজার ১৭৮ জন, সিরাজগঞ্জ ২২৭১ জন ও পাবনা জেলায় ১২৩৭ জন। মৃত্যু হওয়া ৩২১ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৪ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ১৮৯ জন।