ধূমকেতু প্রতিবেদক : উত্তরাঞ্চলের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
শুক্রবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ‘ধূমকেতু নিউজ’ এর নিজস্ব কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার।
এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সিনিয়র রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির।
এই প্রতিযোগীতায় চারটি বিভাগে মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদের মধ্যে, ক-বিভাগ এ নার্সারী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ১০ জন, খ-বিভাগ এ চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ১০ জন, গ-বিভাগ এ অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭ জন ও ঘ-বিভাগ এ একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১ জন অংশগ্রহণ করে।
মাসব্যাপী এই চিত্রাংকন প্রতিযোগীতায় ক-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে শামস আল দ্বীন রঈদ (শ্রেণী- ৩য়), দ্বিতীয় স্থান অধিকার করে মেহরিন জামান রিদা (শ্রেণী- ২য়) ও তৃতীয় স্থান অধিকার করে জান্নাতুল ফেরদৌস শ্রেয়া (শ্রেণী- ১ম)।
খ-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে নূজহাত জাহান আলিফ (শ্রেণী- ৭ম), দ্বিতীয় স্থান অধিকার করে নাফিউ আল জাহিদ (শ্রেণী- ৪র্থ) ও তৃতীয় স্থান অধিকার করে নিশাত তাসনীম (শ্রেণী- ৫ম)।
গ-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে রয়ীসা হাবিব মৃদুলা (শ্রেণী- ১০ম), দ্বিতীয় স্থান অধিকার করে অংকিতা মজুমদার (শ্রেণী- ৮ম) ও তৃতীয় স্থান অধিকার করে আতিয়া আখতার আনিকা (শ্রেণী- ১০ম)।
ঘ-বিভাগে শুধুমাত্র একজন অংশগ্রহণ করায় সাবরিনা আফরিন আরজু (শ্রেণী- দ্বাদশ) কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
‘ক-গ’ বিভাগ পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীরাসহ ‘ঘ’ বিভাগের একজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৩রা নভেম্বর ২০২১, রোজ- বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে মাসব্যাপী ‘ধূমকেতু নিউজ’ এর অনলাইন পোর্টালে এই চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
পরবর্তীতে গত ১লা ডিসেম্বর ২০২১, রোজ- বুধবার এই চিত্রাংকন প্রতিযোগীতার সমাপ্তি ঘটে।