ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় গাধা পরিবারের নতুন অতিথি শবকটির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শবকটি মারা যায়। জন্মের ২৪ ঘণ্টা পর শবকটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে চিকিয়াখানা কর্তৃপক্ষ।
এর আগে জন্মের সময় শবকটির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন কর্তৃপক্ষ। জন্মের পর থেকে শাবকটি উঠে দাঁড়াতে পারেনি। নিজে থেকে মায়ের দুধও পান করতে পারেনি। চিড়িয়াখানার কর্মচারীরা ফিডারে করে শবকটিকে দুখ খাওয়াচ্ছিলেন। গত (২১ আগস্ট) শুক্রবার সকালে গাধা পরিবারে এই নতুন অতিথি এসেছিল।
রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার দায়িত্বশীল কর্মকর্তা রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সমর কুমার পাল জানান, গাধা শবকটি খুবই নাজুক অবস্থায় জন্ম নিয়েছিল। অপুষ্ট হওয়ায় সে ওঠে দাঁড়াতে পারেনি। শবকটিকে বাঁচানোর সবরকম চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
তিনি আরও জানান, বর্তমানে চিড়িয়াখানায় ৫টি গাধা আছে। শবকটির মা এখন সুস্থ আছে।