ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত এক মাসে ২৫ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিতদের মধ্যে ১৩ জন শিশু ও ১২ জন নারী।
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।
জুন মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের চিত্র :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দিশার নিজ রুমে ফাঁস দিয়ে আত্মহত্যা, বাঘমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্রীপুর রামনগর গ্রামে পারিবারিক কলহের জেরে একই পরিবারের বউ সুমি খাতুন (২২) শাশুড়ী কাজলী বেগম (৪২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা, গোদাগাড়ী পৌর এলাকার ভগমস্তপুর গ্রামে রিয়া খাতুন (১৯) ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীর রাজপাড়া থানাধীন নার্সিং কলেজের ৩য় বর্ষের ছাত্রীকে পুলিশ কনস্টেবল শুভ কুমার (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, বাঘা উপজেলার খায়ের হাট গ্রামের আবদুল মোমিন এর বিরুদ্ধে স্ত্রী কে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ, মোহনপুরের আতানারায়নপুর গ্রামের অফিস মোড় এলাকায় ৮/১০ জন যুবক মিলে স্কুল ছাত্রী কে উত্তাক্ত ও ৪ শিক্ষার্থী বাঁচাতে আসায় সকল শিক্ষার্থরী লাঞ্চিত, তানোরের কামাল গাঁ ইউনিয়নের শ্রীখণ্ডা গ্রামে পিতা মাতার সাথে মনোমালিন্য হয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
অপরদিকে, নগরীর ভাটাপাড়ার কামালখাঁ রোডে অবস্থিত তাহফিজুল কুরাআন নূরানী নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হালিমা (৯) নামে এক শিশুকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাঘা উপজেলার মনিগ্রাম তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফাজুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডার গার্ডেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন (১১) কে টাকা চুরির অপরাধে শিক্ষক বেত দিয়ে পেটানো অভিযোগ, তানোরে আফজাল চৌধুরীর স্ত্রীর কামড়ে ৭ম শ্রেণির ছাত্রী তিশা মনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, বাঘা পৌরসভার দক্ষিণ গাঁও পাড়া গ্রামে রাজু আহমেদ (১৭) নামে এস এস সি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, তানোর উপজেলার প্রকাশনগর টকটকিয়া গ্রামের রুবেল আলী (১৮) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এছাড়াও নগরীর রামচন্দ্রপুর পদ্মাপাড়ে বসত বাড়িতে পারিবারীক কলহের জেরে এসএসসি পরিক্ষার্থী বর্ষা খাতুন (১৭) সহ তার মা জরিনা বেগম (৪২) ও খালা রোজিনা নির্যাতিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে নিজ বিভাগের অধ্যাপক কে অশ্লীল ভাষায় প্রয়োগ ও হেনস্তার অভিযোগ, বাগমারা উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের জিল্লুর মোড় এলাকার এক গৃহবধূ (৩২) সম্পর্কে শালিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান তিনি।