ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিলছাড়া আর.সি.পি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে অর্থের বিনিময়ে নিয়োগের পাঁয়তারার অভিযোগ উঠেছে সভাপতি ও কতিপয় ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে। ওই বিদ্যালয়ের অভিভাবক ইয়াকুব আলী এ অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের সভাপতি ইউনুসার রহমান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যদের ম্যানেজ করে স্কুল ছুটি থাকা কালীন গত ২০ জুন দুটি নাম সর্বস্ব পত্রিকায় উপরোক্ত পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে মোটা অংকের টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে প্রধান শিক্ষক, অফিস সহায়ক পদে আনিছুর রহমান, পরিচ্ছন্নতা কর্মী পদে মোস্তাকিম রহমান ও আয়া পদের জন্য সুলতানা মুনির সাথে গোপন সমঝোতার মাধ্যমে নিয়োগ দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুসার রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনে বিধি অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, তিনি বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ তিনি পাননি।