ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে এইচএসসি ২০২৩ পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার(এসি) নব কুমার বিশ্বাস বলেন, সাইন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধঘণ্টা যাবৎ তীব্র যানজটের তৈরি হয়েছে। চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো:
৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।
পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।
ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।
পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।