ধূমকেতু প্রতিবেদক : নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে দশম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
দিবসটি উদযাপন উপলক্ষে দশম ব্যাচ (অরিত্রিক) ক্যাম্পাসকে বিভিন্ন সাজে সাজায় এবং রাঙায়। সবাই মিলে ক্যাম্পাস প্রাঙ্গণে, আবাসিক হলের সামনে, রাস্তায় বিভিন্ন আলপনা আঁকে, রঙিন পতাকা ও আলোকসজ্জা করে। সকালে শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্লাজায় ফিরে আসে। ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইম বন্দী করে। বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সন্ধ্যা ছয়টায় বাউয়েট কেন্দ্রীয় মাঠে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সিই বিভাগের শিক্ষার্থী তনিম শাহরিয়ার ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী রীথি মারজিয়ার উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিদায়ী ছাত্র-ছাত্রীগণ ও অনুজ শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অরিত্রিক’ সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্ববোধক গান, একক সংগীত, সমবেত সংগীত, বিজ্ঞাপণ চিত্র, নাচ, র্যাম্প শো এবং বাউয়েটের ব্যান্ড ‘মলাট’ সংগীত পরিবেশন করেন।
এছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘লালন’ সংগীত পরিবেশনায় দর্শক ও শ্রোতারা দীর্ঘক্ষণ মাতিয়ে রেখে ছিল। অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাউয়েট কালচারাল ক্লাবসহ সকলকে ধন্যবাদ জানান।