ধূমকেতু প্রতিবেদক : ‘সঠিক দিকনির্দেশনায় পারে আলোকিত জাতি গড়তে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান-২০২৩ এর আয়োজন করেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ কামনা রাণী। তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে খাতা পর্যালোচনা করে নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল। তবুও আন্তরিক শিক্ষক মন্ডলীর সহযোগিতায় এ কাজ সম্ভব হয়েছে। আজ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দিন, সর্বোপরি তোমরা খুব ভালো করেছো।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমা রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নতুন শিক্ষানীতির সঠিক প্রয়োগ করে তা বাস্তবায়ন করতে সরকারি বিদ্যালয়গুলো এখনো প্রস্তুত নয়, তবে এ প্রোজেক্টে সরকারের হাত ধরবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলেও জানান তিনি।
প্রধান অতিথি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রোটারিয়ান এম.এ.মান্নান খান বলেন, আপনাদের সন্তাদের আমাদের দিয়েছেন আমরা ঠিকমতো তাদের যত্ন করছি কি না তার বিচার আপনারা করবেন। আর আমরা মনে করি প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে সমান প্রতিভাবান। আমরা আমাদের প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীদের মাল্টিট্যালেন্টেড গড়ে তোমার জন্য চেষ্টা করেছি এবং আমরা তা করতে পেরেছি বলে মনে করছি। এবং আমরা নতুন শিক্ষা কারিমুলামেও ক্লাস নিয়েছি ও বাচ্চাদের সেভাবেই তৈরি করছি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য উপস্থাপন করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, সকল শিক্ষকদের ধন্যবাদ ও স্যালুট জানান সকল শিক্ষকমন্ডলীকে কেননা তারা শিক্ষকতাকে কেবল একটি পেশা নয় বরং দায়িত্ব হিসেবে গ্রহন করেছেন। সেই সাথে স্নেহের শিক্ষার্থীদের প্রতি ও ভালোবাসা জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে তৃতীয় থেকে নবম শ্রেনি পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট, স্যাসে ও সনদ বিতরণ করা হয়। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সিএন্ডবি শাখা, উপশহর শাখা ও তালাইমারি শাখা এই তিনটি শাখাতেই শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/