ধূমকেতু প্রতিবেদক : এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি পরীক্ষা না হওয়ার ঘোষণায় শিক্ষক, অভিভাবকদের মাঝে নানা প্রশ্ন দেয়া দিয়েছে। করোনা ভাইরাসের কারণে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা বাতিল ঘোষণার পর ৬ষ্ট শ্রেণিতে ভর্তির বিষয় নিয়ে রীতিমত জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের ৬ষ্ট শ্রেণিতে ভর্তি নেয়া হবে এমন প্রশ্ন শিক্ষক, অভিভাবকদের মাঝে। পরীক্ষা বাতিলের ঘোষণার পর ভর্তি নিয়ে দ্বিধাবিভক্তির মধ্যে পড়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
গত মঙ্গলবার ২০২০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না এই মর্মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে মুলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও সচিবালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। এতে এ দুই পরীক্ষার পরিবর্তে স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছিল। পাশাপাশি পরীক্ষা বাতিল করা হলে এ বছরের জন্য মেধাবৃত্তিও না দেয়ার প্রস্তাবও ছিল এতে। প্রধানমন্ত্রীর কার্যালয় পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়ে সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা এ বছরের জন্য বাতিল করে সময় থাকলে স্কুল ও মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা নেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলোতে শিক্ষার্থীদের ক্লাস ও বার্ষিক পরীক্ষা নেয়ার বিষয়টিও জানানো হয়। এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয়ভাবে পরীক্ষা বাতিল করা হলেও স্কুলে পরীক্ষা নেয়ার বিষয়টি থেকেই যাচ্ছে। আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবেই স্কুলগুলোতে পরীক্ষা নেয়া হবে। আর পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেয়া হবে না।
শিক্ষা বিশেষজ্ঞদের মতামত, করোনার কারণে সমাপনী পরীক্ষা স্কুলে না নেয়া হয়, তাহলে পরবর্তিতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বিষয়টি কিভাবে দেখা হবে। কারণ শিক্ষার্থীদের ঝুকিতে না ফেলার জন্যই সরকার পরীক্ষা বাতিল করেছে। তাহলে ৬ষ্ট শ্রেণিতে ভর্তির সময় কি পরীক্ষা নিয়ে তারপর মেধার ভিত্তিতে ভর্তি করা হবে! নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হবে, এমন প্রশ্ন অভিভাবক শিক্ষাক-অভিভাবকদের মধ্যে।
জানা গেছে, সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রতিবছর জানুয়ারীতে শুরু হয় ক্ষুদে শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধ। প্রায় শিক্ষার্থী ও অভিভাবকদের নজর থাকে নামি দামি স্কুলগুলোর দিকে। শিক্ষার্থীদের ভাল স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকরা অনেক সময় রাজনৈতিক নেতা বা নিজের ক্ষমতা ব্যবহার করেন। এতে দু’একজন সফল হলেও অনেকেই ঝরে পড়ে। এছাড়াও নগরীর সরকারী স্কুলগুলোতে ভর্তির জন্য যুদ্ধে নামেন শিক্ষার্থী- অভিভাবকরা। আবেদনের ক্ষেত্রে দেখা গেছে, এক একটি আসনের জন্য ১০ জনের বেশি শিক্ষার্থী যুদ্ধ করে। তবে এ যাবৎ মেধা ভিত্তিকভাবে নগরীর সরকারী চারটি স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভাল রেজাল্টের উপর ভিত্তি করে নগরীর হেলেনাবাদ, ল্যাবরেটরী, শিরোইল হাই স্কুল পিএন গার্লসস্কুল, কলেজিয়েট স্কুলে, ভর্তি নেয়া হয়। কিন্তু এবার এ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি স্কুলগুলোর শিক্ষকরাও রীতিমত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন।
দেখা গেছে, পঞ্চম শ্রেণির সমাপনি পরীক্ষার পর প্রায় সব অভিভাবক নগরীর হেলেনাবাদ, ল্যাবরেটরী, শিরোইল, পিএন গার্লস স্কুল, কলেজিয়েট স্কুলের, দিকে দৌড়ঝাঁপ শুরু করেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা চেষ্টা করেন তাদের সন্তানদের এসব নামি – দামি স্কুলে ভর্তি করানোর জন্য। এতে অনেকেই মেধা তালিকায় ভর্তি হতে পারে, আবার অনেকেই ভর্তি হতে পারে না। পরে নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় তাদের। কিন্তু এবার চাহিদা থাকবে সবার নগরীর স্বনামি এস্কুলগুলোর দিকে। কারণ এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার থাকছে না। যার কারণে স্কুলের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চালানো হবে। সে ক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের চাহিদা মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। তবে অনেকেই বলছেন সরকার ভর্তির বিষয়টি নীতিমালা তৈরি না করলে ভর্তি জটিলতা আরো বাড়বে।
এদিকে নগরীর স্কুলগুলোতে প্রায় ৬০ভাগ শিক্ষার্থী বাহির থেকে এসে পড়া লেখা করে। বাকি ৪০ ভাগ শিক্ষার্থীর মধ্যে ২০ ভাগ নগরীর স্থায়ী। আর বাকি ২০ ভাগ বাহির থেকে এসে চাকরি বা ব্যবসার সুবাদে নগরীতে বসবাস করা। এবার ভর্তি যুদ্ধের বিষয়টি না থাকলে নগরীর স্কুলগুলোর আসন পূরণ হবে না। আবার পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হলে সবাই হুমড়ি খেয়ে পড়বে নগরীর স্কুলগুলোর দিকে। এতে সৃষ্টি হবে জটিলতা।
রাজশাহী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের বাহিরে বের করা হবে না বলেই পরীক্ষা বাতিল করেছে সরকার। কিন্তু তাদের ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। গত মঙ্গলবার সমাপনী পরীক্ষা হচ্ছে না এমন ঘোষণার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমনিতেই করোনার কারণে গত ৫ মাস শিক্ষার্থীদের পড়া-লেখা নেই। তার উপর শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি যেনো খড়ক হিসাবে দেখা দিয়েছে। সৃষ্টি করেছে জটিলতা।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, করোনা ভাইরাসের কারণে পিইসি সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে জটিলতা একটু থাকতে পারে। তবে ভর্তির বিষয়টিও সেভাবেই দেখা হবে। কেন্দ্র থেকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। তাছাড়া এ সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয় বলেছে ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৩১ আগস্ট পর্যন্ত ৭১টি কর্মদিবস নষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের ৪০৬ বিষয়ভিত্তিক পাঠদান ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সিলেবাসের মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ পড়ানো সম্ভব হয়েছে। পাঠ্যবইয়ের অবশিষ্ট অংশ শেষ করতে কমপক্ষে ৫০ কর্মদিবস প্রয়োজন। নভেম্বর-ডিসেম্বর মাসে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হলেও ৫০ কর্মদিবস পাওয়া যাবে না।