ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাদমা হাই স্কুল ১৯৯৭ইং সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তাঁরা বিনা বেতনে ১৯৯৭ সাল থেকে ২০১৯ সালে জুলাই মাস পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করে গেছেন। ২০২০ সালে সরকার এই প্রতিষ্ঠানকে এমপিও ঘোষনা করেন। তবে তারা বেতন পান ২০১৯ সালে জুলাই মাস থেকে। শিক্ষক কর্মচারীদের মনে শান্তি আসলেও ভবনের অভাবে পাঠদান করতে তাদের কষ্ট হচ্ছে।
অত্র স্কুলটি সম্পূর্ণ মাটির তৈরী। মাটির তৈরী রুমে শিক্ষার্থীরা এতদিন যাবৎ কষ্ট করে ক্লাস করে আসছে। রুমের সংকুলান না হওয়ায় অনেক সময় বাহিরে আম তলাতেও ক্লাস করান শিক্ষকরা। কথাগুলো বলছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান টিটু। তিনি বলেন, বরেন্দ্র এলাকায় সাপের উপদ্রব বেশী। অনেক সতর্ক অবস্থায় এই সব মাটির ঘরে ক্লাস করাতে হয়। এছাড়াও প্রায় ইঁদুরে মাটি তুলে ক্লাসের পরিবেশ নষ্ট করে দেয়। সেইসাথে বৃষ্টি হলে টিন দিয়ে পনি পড়ে এবং দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় দেখতেও অনেক খারাপ লাগে বলে জানান তিনি।
প্রধান শিক্ষক বলেন, এ পর্যন্ত এই প্রতিষ্ঠান হতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ভাল ফলাফল করে এস.এস.সি পাস করে গেছে। এরমধ্যে এখন অনেকেই ভাল জায়গায় চাকরী করছে। এ বছরে ৬২জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষা দেবে। তারা ভাল ফল করবে বলে আশা করেন তিনি। তিনি আরো বলেন, এই স্কুলে এ বছরে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে অর্ধেক রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে মেয়েরা। শিক্ষার্থীদের কথা ভেবে এই বিদ্যালয়ে ভবন দেয়ার জন্য তানোর -গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট অনুরোধ করেন প্রধান শিক্ষক।
এদিকে, অত্র বিদ্যালয়ে সভাপতি রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু বলেন, এই স্কুলের পড়ালেখা বরাবর ভাল। এছাড়াও এস.এস.সি-তে প্রতিবছর ফলাফল ভাল। এখানে আদিবাসী অনেক ছেলে মেয়েরা পড়ালেখা করে। এতদিন এমপিও না হওয়াতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। এখন সে সমস্যা দূর হলেও ক্লাস করার জন্য ভবন অত্যন্ত প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে ভবন বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। সেইসাথে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে ভবন নিয়ে আলোচনা করে ভবনের ব্যবস্থা করবেন বলে জানান সভাপতি।