জারিন আনান রাফা :
রেগে যাওয়া মস্ত ভুল,বারেক রেগে দেখো,
মনীষীগণ করেনি রাগ,তাঁদের থেকে শেখো।
রেগে গেলে বুদ্ধি কমে, মেজাজ হয় গরম,
পরক্ষণে করে আফসোস,পায় বেজায় শরম।
শয়তানটা শেখায় রাগ,ঝামেলা নিয়ে আসে,
আপদ হয়ে বিপদ বাড়ায়, মুচকি মুচকি হাসে।
রেগে যাবোনা স্যারের উপর,মায়ের উপর কভু,
তাদের সঙ্গে করবোনা রাগ,যারা বন্ধু হবু।
রাগ করলে মামী বেজার,বেজার হয় মামা,
মেলা যেতে নিবেনা সে,ঈদেও দিবেনা জামা।
রাগ করলে বন্ধু বেজার, বেজার হয় সাথী,
মাহুত বেচারা করলে রাগ,গোসা করে হাতী।
রাগ করোনা হেরে যেওনা,রাগ আনে বিফল,
স্নিগ্ধ মুখে বলো কথা, হাসির মধ্যে সফল।।
লেখক : জারিন আনান রাফা, দ্বাদশ শ্রেণী, উপশহর মহিলা কলেজ, রাজশাহী।