মোছাঃ আয়েশা আখতার রোজী :
পশুত্বকে দুর করে, পশুর গলায় অস্ত্র ধরে,
কুরবানি কর হে মুসলমান।
বুঝিয়ে দাও আত্মত্যাগ আর বলি দানে তোমরা আগুয়ান।
ইসমাইল কে ধোকা দিতে
শয়তান এসে বারে বারে
চেষ্টা করে বিফল হলো।
এর পিছনে শিক্ষা হলো,
এই পৃথিবীর মানুষগুলো,
ন্যায়ের পথে এগিয়ে চলো।
ধোকায় বোকা হয়ও না কো।
করো নিজের ধর্মকে সম্মান।
পশুত্বকে দুর করে, পশুর গলায় অস্ত্র ধরে,
কুরবানি কর হে মুসলমান।
বছর ভরে সঞ্চিত যত
অন্যায় অনাচার।
ভুল ভ্রান্তি দোষ ত্রুটি হয়েছে যত বারবার
আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশির সাথে
দ্বন্দ্ব ফাসাদে দূরত্ব বেড়েছে যত
দুর হয়ে যাক এই ঈদে সব
হোক নতুন পথের যাএা শুরু।
জিলহজ্ব মাসে আরাফাতে
এক হয় সব মুসল্লীরা
লব্বাইক ধ্বনি তুলে সৃষ্টি কর্তার সান্নিধ্যের আশায়
সকল পাপের বিনাশ করে
সেথায় তারাও কুরবানি করে।
দুনিয়াদারি ত্যাগকরে বিধাতা প্রেমে করে জান কুরবান
পশুত্বকে দুর করে, পশুর গলায় অস্ত্র ধরে
কোরবানি কর হে মুসলমান।
বুঝিয়ে দাও আত্মত্যাগ আর বলিদানে আমরা আগুয়ান।
লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, রাজশাহী।