ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ৮০-৯০ দশকের ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত সোনালী অতিথ দিনাজপুর সদর ফুটবাল একাদশ বনাম ফুলবাড়ী সোনালী অতিথ ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে সোনালী অতিথ প্রীতি খেলায় মঞ্জু রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। খেলার উদ্বোধন ঘোষBf করেন, আমিন অটোরাইস মিল ইন্ডাস্ট্রিজ এর সত্বাধিকারী আলহাজ্ব রুহুল আমিন।
এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও গুপ্তা প্লাইউড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর স্বত্ত্বাধিকারী রাজু কুমার গুপ্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল উপস্থিত ছিলেন।
খেলার আয়োজক মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক তরিকুজ্জামান শুভ বলেন, ফুলবাড়ী উপজেলা নতুন খেলোয়াড়দের সাথে ৮০ ও ৯০ দশকের খেলোয়াড়দের পরিচিতি করা ও প্রবীন খেলোয়াড়দের সম্মানের স্বার্থে আজকের এই প্রীতি ফুটবল খেলার আয়োজন। আমার আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী আবহানী ও মহামেডান ফুটবল কাবের সফল প্রবীন খেলোয়াড়গণ উপস্থিত হয়েছেন সেজন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মনমুগ্ধকর এই প্রীতি ফুটবল খেলা দেখতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলায় দিনাজপুর সদর সোনালী অতিথি খেলোয়াড় একাদশকে ০-১ গোলে হারিয়ে ফুলবাড়ী সোনালী একাদশ বিজয় হন। পরে খেলোয়াড়দের মাঝে পুরুস্কার তুলেনদেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।