ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিবিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণ করাই আমার প্রথম চ্যালেঞ্জ। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যে বিএসএমএমইউতে করোনা রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক সাধারণ বেড চালুর নির্দেশনা প্রদান করা হয়েছে। খুব শিগগিরই অর্ধশত সাধারণ বেড চালু হবে। এছাড়া করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য আরও আট থেকে ১০টি আইসিইউ বেড বৃদ্ধি করা হবে।’
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিএসএমএমইউয়ের প্রশাসন ব্লকের নীচতলার মিল্টন হলে আয়োজিত ‘করোনা পরিস্থিতি : বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে এ প্ল্যানের আওতায় করোনা রোগীদের জন্য জেনারেল ও আইসিউ বেড বৃদ্ধির পাশাপাশি সকল ধরনের শিক্ষাকার্যক্রম অনলাইনে পরিচালনা, পর্যায়ক্রমে আউটডোর চিকিৎসাসেবা অনলাইনে প্রদান, ভর্তি রোগীদের অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণ, শুধুমাত্র রেফার্ড রোগী দেখা, করোনাার জিন সিকোয়েন্স চালু, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের জন্য র্যাপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, বিভিন্ন অনুষদের ডিন এবং ফার্মকোলজি বিভাগের চেয়ারম্যান সায়েদুর রহমানসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।