ধূমকেতু নিউজ ডেস্ক : অবিলম্বে হল ক্যাম্পাস খুলে রোডম্যাপ ঘোষণা করাসহ ৩ দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ের তেল পাম্পের সামনে একে একে জড়ো হয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-
১. হঠাৎ ঘোষণা দিয়ে ১০/১২ দিনের মধ্যে পরীক্ষা নয়। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে পরীক্ষা নিতে হবে।
২. শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্লাস-পরীক্ষা ফলাফল প্রকাশের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩ দফা দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, টানা ১৪ মাস পার হলেও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কলেজ প্রশাসন থেকে এখনো কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং কোনও পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়েছে।
‘অনলাইন ক্লাস চালু রাখা হয়েছে যেখানে আর্থিক সংকট, ডিভাইস সংকট ও নেটওয়ার্কের সমস্যার কারণে প্রায় অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি। এমতাবস্থায় ক্যাম্পাসগুলো বন্ধ রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণার ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। অথচ যেখানে অফিস-আদালত, মার্কেট, গার্মেন্টস সব খোলা রাখা হয়েছে সেখানে করোনার অজুহাতে কলেজ বন্ধ রাখা অযৌক্তিক।’
এরআগে বৃহস্পতিবার হল-ক্যাম্পাস খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।