ধূমকেতু নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। পরীক্ষা শুরুর আগে এ স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ১২-১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে রাজধানীতে আটটি টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। রাজধানী আইডিয়াল মতিঝিল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে টিকা কেন্দ্র উদ্বোধন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেয়ার চেষ্টা করা হবে। তার সঙ্গে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেসব শিশুরা স্কুলে যায় না, ঝরে পড়া ও ২৫ বছরের নিচে মানুষদেরও শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে। এ বিষয়ে ডাবলুএইচও এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে তাদের অধিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ফাইজারের টিকা আছে, আরও পাইপ লাইনে আছে। সারাদেশের সকল শিশুদের টিকা দিতে তিন কোটি বাংলাদেশের টিকা প্রয়োজন হবে। বাংলাদেশের একজন শিক্ষার্থী অধিকারের বাইরে থাকবে না বলে জানান তিনি।