ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের ইছামতি নদীর ব্রীজের নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, স্থানীয় এলাকাবাসীর ধারনা দুই তিনদিন আগে পলিথিনে মোড়ানো নবজাতকের (ছেলে) মরদেহটি কেউ এই ব্রিজের নিচে ফেলে দিয়ে গেছে। পরে সংবাদ পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গত বছরও ওই এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাই এই বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।