ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিরোধ নিরসন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা সফরে চট্টগ্রাম আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক টিম। কেন্দ্রীয় নেতারা শুনবেন তৃণমূলের নেতাকর্মীদের অভাব-অভিযোগের কথা।
আগামী ১৫ ও ১৬ মার্চ নগরের জিইসি কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ধারাবাহিক ভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় তৃণমূলের ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।
জানা যায়, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা। ১৬ মার্চ হবে উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভা।
সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হবে তৃণমূলের প্রতিনিধি সভা। এই প্রতিনিধি সভায় তৃণমূলের ৩ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ, আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন সভায়। এ ছাড়াও নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগের জনপ্রতিনিধিগণ (উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান) উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানান, ৯ মার্চ উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা হওয়ার কথা থাকলেও ভেন্যু না পাওয়ায় তারিখ পেছানো হয়। ১৬ মার্চ সভায় জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী উপস্থিত থাকবেন। তৃণমূলের নেতা-কর্মীদের চাঙা করতে এই সভা আয়োজন করা হয়েছে।
এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা প্রত্যেক জেলা সফরে আসছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে ২২ মার্চ। ইতিমধ্যে প্রায় ১০০টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে।