ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী টাবু। সম্প্রতি ‘ভোলা’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। হায়দরাবাদে ‘ভোলা’ সিনেমার সেটে আহত হন টাবু। বুধবার ১০ আগস্ট সকালে ঘটনাটি ঘটে। যা আজ জানা গেল।
তিনি অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমায় একজন নির্ভীক, উচ্চ-পদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। সেখানে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছেন।
সূত্র জানায়, টাবু একটি ঘন জঙ্গলে ট্রাক চালাচ্ছিলেন। কিছু মোটর সাইকেলে করে ভিলেন টাবুর ট্রাককে ধাওয়া করছিল। এক সময় ট্রাকের পাশে যে বাইকটি আসছিলো তার একটির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে গ্লাস ভেঙ্গে অভিনেত্রীর ডান চোখের উপরে এসে পরে। ঘটনায় বেশ চোট পেয়েছেন তিনি।
শুটিং সেটেই চিকিৎসা দেয়া হয়েছে টাবুকে। জানা গেল, আঘাত গুরুতর নয়। সেলাই লাগবে না। তবে অভিনেত্রীকে এখন বিশ্রামে থাকতে হবে।