ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টায় উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানায়, হাতুড় ইউনিয়নের গাহলী (মহালী) গ্রামের আফিজের পুত্র গাহলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবু হানিফ (১৭) মোটরসাইকেল যোগে বাগডোব থেকে মহাদেবপুর আসার পথে লক্ষণপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় তার সাথে থাকা একই গ্রামের আব্দুল করিমের পুত্র লতিফর (১৮) ও গোফ্ফারের ছেলে মকবুল আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম মাহমুদ বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি চাওয়া হলে, লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।