ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জন্মের ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারাগেল জোড়ালেগে জন্ম লওয়া দুই জমজ বোন হালিমা ও ফাতেমা।
রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সরাইগাছি মোড় ইসলামী ল্যাব এন্ড হাসপাতালে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে তারা মারা যায়।
এর আগে ২ অক্টোবর একই হাসপাতালে তাদের জন্ম হয়েছিল।
হাসপাতালটির পরিচালক নুরনবি তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শিশু দু’টির শারিরিক সব গঠন ঠিক থাকলেও শুধু মাত্র তাদের পেট জোড়ালেগে ছিল। জন্মের পরই তারা শিশু দুইটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলেন। কিন্তু তারা ফেরৎ পাঠিয়েছিলেন বলে তিনি জানান। শিশুদের বাবা-মা হতদরিদ্র হওয়ায় পরবর্তীতে তাদের হাসপাতালে বিনা খরচেই শিশু দুটিকে তারা চিকিৎসা দিচ্ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় রোববার শিশু দুটি মারা যায় বলে জানান।